শেখঘাটে নিজ বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:নগরীর শেখঘাটে নিজ বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যুবকের নাম ফজলে রাব্বি তানভির (৩৫) । তিনি শেখঘাট এলাকার শুভেচ্ছা- ৮০ নাম্বার বাসার এডভোকেট মৃত আবুল ফজলের ছেলে।
পুলিশের ধারণা তানভির নিজেই তলপেটে ছুরি বসিয়ে আত্মহত্যা করতে পারেন। তিনি নগরীর আম্বরখানা এলাকার প্রত্যাশা নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে কাজ করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাতের খাবার শেষে নিজের রুমে ঘুমাতে যান তানভির। শুক্রবার সকালে ঘুম থেকে না উঠায় বেলা সাড়ে ১২টার দিকে তানভীরকে ডাকতে যান তার মা। ডাকাডাকির পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ বেলা ২টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে অন্যকোন ঘটনা আছে কি না অধিকতর তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।