এমসি কলেজ আমার কলেজ: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এম পি বলেছেন, এমসি কলেজ আমার কলেজ, এখানে আমি লেখাপড়া করেছি। এই কলেজকে দেশ সেরা কলেজে রুপান্তর করতে হবে। আর সে জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা আর কাঙ্ক্ষিত ফলাফল।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে এমসি কলেজে গেইট নির্মাণ, কলেজে খেলার মাঠের সীমানা প্রাচীর নির্মাণ ও টিলাগড় পয়েন্টে মেজর মুত্তালিব ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন-কিছু দুষ্টু ছেলেদের দ্বারা এমসি কলেজের ছাত্রাবাস আক্রান্ত হয়েছিল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটে সেদিকে সকলকে আরো বেশি নজর দিতি হবে। শিক্ষার্থীকে লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, কলেজের শিক্ষক পরিষদের সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।