সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: সিলেটের কুশিঘাট এলাকায় হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধকল্পে জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৩০ মার্চ) বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুর্শেদ আহমদ মকুল। নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় সদস্য ও মহানগর শাখার সভাপতির রোটা. ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই দীর্ঘ ২৫ বছর ধরে সড়ক দুর্ঘটনারোধকল্পে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিসচা সিলেট মহানগরের উদ্যোগে হবিনন্দি বিদ্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- দেখে শুনে রাস্তা ও ফুটপাতে চলাচল করতে হবে। দৌড়ে কখনো রাস্তা পারাপার কিংবা চলন্ত গাড়িতে উঠানামা করবে না, চলন্ত গাড়িতে হাত, মাথা বা শরীরের কোন অংশ জানালা দিয়ে বের করিবেন না, দুই যানবাহনের মাঝ দিয়ে কখনও চলাচল করিবে না, রাস্তা পাড়াপাড়ের সময় ডানে-বামে ভালভাবে লক্ষ করে নিরাপদ অবস্থা দেখে রাস্তা পারাপার হতে হবে, ফুটপাত বিহীন রাস্তার ডানদিকে চলতে হবে, স্কুলে আসার সময় হাতে আধা ঘন্টা সময় নিয়ে আসিবেন, কখনও তাড়াহুড়া করে আসিবে না, তাড়াহুড়া করলে সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাচ্চারা অভিভাবকের হাত না ধরে অভিভাবকরা যেন সব সময় শিক্ষার্থীদের হাতে ধরে চলাফেরা করেন। যাতে করে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রানী তালুকদার, নিসচার সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সুহেল চৌধুরী, বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থী জুনেদ আহমদ ও আব্দুল হাসিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জলি আক্তার, স্বাগত বক্তব্য রাখেন নিসচা মহানগরের সহ সাধারণ সম্পাদক জুম্মান আহমদ।