পহেলা বৈশাখে অপসংস্কৃতির চর্চা করা যাবেনা: জেলা প্রশাসক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন,পহেলা বৈশাখে পুরোনো বছরের গ্লানি ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছর ১৪২৬ বঙ্গাব্দকে আমরা স্বাগত জানাবো। এই দিন বাঙালি সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ দিন।দেশজ সংস্কৃতি প্রভাব বিস্তার করে একটা সুস্থ ও সচেতন মানস গঠনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই দিনে রং ছিটিয়ে মানুষকে বিব্রত করা এবং অশ্লীল সংগীত বাজনো যাবেনা। এক কথায় পহেলা বৈশাখে অপসংস্কৃতির চর্চা করা যাবেনা।
মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলা নববর্ষ ১৪২৬’ উদযাপনের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আসলাম উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সদরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া,সহকারী কমিশনার রেহেনা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত দাশ গুপ্ত, এনামুল মুনিরসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।