আমরিকা প্রবাসী শেরওয়ান আহমেদ চৌধুরী আর নেই

দৈনিক সিলেট ডট কম
ইব্রাহিম চৌধুরী খোকন:বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবী শেরওয়ান আহমেদ চৌধুরী আর নেই। (আমেরিকা সময়) ২রা এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহি…..রাজেউন)।
সিলেটের রণকেলী গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান শেরওয়ান আহমেদ চৌধুরী দীর্ঘদিন থেকে নিউইয়র্ক প্রবাসী। তিনি নিউইয়র্কে গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি ছিলেন।
আজীবন পরোপকারী এ মানুষটি বেশ ক’মাস আগে রহস্যময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন। প্রায় দুই মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ এলআইজে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মমতাময়ী স্ত্রী সহ পরিজন হাসপাতালে উপস্থিত ছিলেন।
মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন ও কমিউনিটি নেতারা হাসপাতালে ছুটে যান।
পরিবারের পক্ষ থেকে তাঁর নামাজে জানাজার সময় জানানো হবে।