২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন সিলেটের আইনজীবীরা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. বুরহান উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় নগরীর হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির অফিস সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর পরিচালনায় মানববন্ধনে একাত্বতা ঘোষনা করেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
এতে বক্তব্য রাখেন- সমিতির কোষাধ্যক্ষ মো. হাছনু চৌধুরী, হবিগঞ্জ বারের সভাপতি নলিনী কান্ত রায় নিুরু, সাবেক সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট বিভর্ষ চক্রবর্তী বিধু, এডভোকেট আজিজুর রহমান, মিন্টু চন্দ্র রায়, মো. কামাল আহমদ, জাহাঙ্গীর আলম, ইসতিয়াক আহমদ মঞ্জু, জহিরুল ইসলাম রিপন, মখলিছুর রহমান, মো. আব্দুল হামিদ রিপন, ছদরুল হাসান চৌধুরী, মো. আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট এজাজ উদ্দিন, আসাদুর রহমান তারেক, এডভোকেট মানিক উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট বুরহান উদ্দিন এর সন্ত্রাসী হামলায় শিকার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, এডভোকেট বুরহান উদ্দিন নিজ বাসভবনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে ভর্তি আছেন। গত শনিবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে সিলেটের জালালাবাদ থানার মইয়ারচর গ্রামে প্রাণনাশের উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা ঘটে।
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।