ওসমানী মেডিকেল হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারী মারা গেছেন। ১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ২নং ওয়ার্ডের এক্স ৯৪ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তার বয়স আনুমানিক ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট।
লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালি মডেল থানার এসআই হাবিবের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগ- ০১৯১৮৪৪১১২০।