এম.সি.কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে তালামীযের স্মারকলিপি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: মুরারিচাঁদ (এম.সি) কলেজ তালামীয ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এম.সি কলেজ তালামীযের নেতৃবৃন্দ।
৬ এপ্রিল দুপুর ১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এম.সি কলেজ তথা বাংলাদেশের ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে তালামীযে ইসলামিয়া। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, এম.সি কলেজের ছাত্র সংসদ দীর্ঘ ২৮ বছর ধরে অচল থাকায় এবং ছাত্রদের প্রাণের দাবী ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা এখনও উপেক্ষিত। ফলে দীর্ঘ দিন ধরে ছাত্ররা সুস্থ রাজনৈতিক ধারা থেকে অনেক দূরে চলে গিয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর অনেকটাতেই ছাত্র সংসদ নির্বাচন ইতোমধ্যে হয়েছে এবং হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্র সমাজকে উৎসাহিত করতে সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের প্রতি গুরুত্বারোপ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজন অনুভব করছি। শিক্ষার্থীদের দাবী ও অধিকার আদায়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্র সংসদ পূনর্গঠন ও যথাযথ প্রক্রিয়া গ্রহণ করে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চার মুক্ত মঞ্চ তৈরীর জোর দাবী জানানো হয়। ৪ দফা দাবীগুলোর মধ্যে রয়েছে- ১) সকল ক্রিয়াশীল ও স্বাধীনতা পক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ, ২) ছাত্র সংসদ ভবন উন্মুক্ত ও সংস্কার, ৩) গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের সকল প্রদক্ষেপ গ্রহণ ও ৪) গঠনতন্ত্র নবায়ন কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পূর্বের গঠনতন্ত্র সংশোধন, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত তফসিল ঘোষণার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শাখার সাবেক সভাপতি আহমদ শরীফ, কলেজ সভাপতি মুহাম্মদ আফরুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক মো. আব্দুল হক, অফিস সম্পাদক ফেরদৌস খান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ ওমর, ২য় বর্ষ শাখার যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসাইন, ১মবর্ষ শাখার সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদ আহমদ, ইসলাম উদ্দিন প্রমুখ।