অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রিরোধে জেলা প্রশাসনের জরুরী বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৯, ৮:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি, যানবাহনের সিএনজি সিলিন্ডার টেস্ট,অবৈধ রি-টেস্ট সেন্টার আছে কি না থাকলে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যেগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান।
এতে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি জাবেদ হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি,তাপস দাস পুরকায়স্থ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী,সহকারী কমিশনার ইরতিজা হাসান, বিআরটিএর মোটর যান পরিদর্শক মোহাম্মদ জমির হোসেন,মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ, মো: আবুল হোসেন, সহকারী বিস্ফোরক পরিদর্শক মো:আলিম উদ্দিন, ফায়ার সার্ভিসের পরিদর্শক আবু সায়েম মাসুম প্রমুূখ।