টুকেরবাজার এলাকায় অবৈধ সিলিন্ডার ব্যবসা বন্ধে মোবাইল কোর্ট অভিযান
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৯, ৭:২৭ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: অবৈধ সিলিন্ডার ব্যবসা বন্ধ করতে সিলেটে ৮ এপ্রিল ২০১৯ তারিখ জেলা প্রশাসন, সিলেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সোমবার দুপুর ৩টা থেকে নগরীর টুকেরবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এসময় অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় এবং সিলিন্ডার টেস্টিং পদ্ধতি সঠিক না পাওয়ায় মধুমতি সিলিন্ডার রিসেট সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা এবং মেয়াদউর্ত্তীণ সিলিন্ডার সরবরাহের অপরাধে অনুপম এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা এবং সুহেল এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা সিলেটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রয় ও বিপণন প্রতিষ্ঠান বন্ধ করতে জেলা প্রশাসন, সিলেটের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এসময় বিষ্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক আলিম উদ্দিন অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে মধুমতি সিলিন্ডার রিসেট সেন্টার বন্ধ করে দেন। মোবাইল কোর্ট অভিযানে বিষ্কোরক অফিস, পুলিশ বাহিনী সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।