আজমিরীগঞ্জে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
নিহত কৃষক তোতন মিয়া উপজেলার জলসুখা শংকরমোহন গ্রামের আবদুল মজিদের ছেলে।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ দণ্ডাদেশ দেন। মামলায় অপর ১৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—উপজেলার জলসুখা শংকমোহন গ্রামের মোশাহিদ মিয়া, মোহন মিয়া, বাগহাটি গ্রামের জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের ওয়াহাব উল্লা, মধ্যপাড়া গ্রামের চান মিয়া ও মির্কা গ্রামের দিলু মিয়া।
রায়ের সময়ে আদালতে দণ্ডপ্রাপ্ত মোশাহিদ মিয়া ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক রয়েছেন।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল আমিন হোসেন জানান, নিহত তোতন মিয়া আসামি মোশাহিদ মিয়া গংদের হয়ে গ্রামের পার্শ্ববর্তী একটি জলমহালে বাবুর্চির কাজ করতেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ থাকায় ২০০৫ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় তোতন মিয়াকে ডেকে নিয়ে জলমহালের পার্শ্ববর্তী একটি ক্ষেতে জবাই করে হত্যা করে।
পরে এ ঘটনায় নিহত তোতন মিয়ার স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে তৎকালীন আজমিরীগঞ্জ থানার (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দেন।
মামলায় ২৬ জন স্বাক্ষীর মধ্যে ১৫ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক জানান, রায়ে বাদীপক্ষের লোকজন খুশি হয়েছে। তবে কয়েক আসামি খালাস পাওয়ায় তারা কিছুটা হতাশ। এ বিষয়ে তারা পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন।