ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার তেরাকুড়ি এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন। বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান।