‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা হাসপাতাল বদ্ধপরিকর’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটের সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা হাসপাতাল বদ্ধপরিকর। স্বাস্থ্য সেবা দেশে দুই ধারায় বিভক্ত একটি সরকারি আপরটি বেসরকারি ।বেসরকারি ধারার মধ্যে ইবনে সিনা হাসপাতাল একটি বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটানোর জন্য সারাদেশে ইবনে সিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে ইবনে সিনা হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইবনে সিনা হাসপাতালে ব্যবস্থাপক (মার্কেটিং) ওবায়দুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইবনে সিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ মার্কেটিং এ এন এম তাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গুলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কোষাধ্যক্ষ মেহেদী কাবুল, সহ সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার,সাধারণ সদস্য কামাল আহমদ,তাওহীদুল ইসলাম, কামরুল আলম ও আব্দুল বাছিত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতালে ম্যানেজার এডমিন মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার মামুন সরকার, শাহেদ আলী, ক্লাব সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল মুহিত দিদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির ওসমানী, কার্যকরী পরিষদের সদস্য মাসুদ আহমেদ রনি, সাধারণ সদস্য তাসলিমা খানম বীথি, মাজহারুল ইসলাম সাদী, উদয় জুয়েল, এম,এ ওয়াহিদ চৌধুরী, জুনায়েদুর রহমান,এম রহমান ফারুক, আলমগীর হোসেন ও জসিম উদ্দিন।