অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাতের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:ফেনীর অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, নুসরাত জাহান রাফির মৃত্যুতে জাতি একজন প্রতিবাদী কণ্ঠস্বরকে হারালো। নির্মম ও নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।