কালিবাড়িতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৯, ১২:৪২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:নগরীর আখলিয়া কালিবাড়ি এলাকায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ২জন মহিলাসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহমদের অনুসারীদের মধ্যে কালিবাড়ি হাওলাদার পাড়া এলাকায় অবৈধভাবে টিলা কেটে মাটি স্থানান্তর নিয়েএ সংঘর্ষের ঘটনা ঘটে।
যুবলীগ নেতা সুজেল ও তানভির মিলে কালিবাড়ি এলাকায় একটি টিলা কাটছেন। টিলার মাটি ট্রাকে সড়ানোর ফলে এলাকায় ধুলা-বালি বেড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে মসজিদের সামনের রাস্তায় পানি দেয়ার জন্য ট্রাকের চালককে বলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরানের অনুসারীরা। এনিয়ে দুপক্ষে বিবাধ সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে রাতে তারা সংঘর্ষে জড়ায়। সেখানে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল ও গোলাগুলিতে ছুড়াছুড়ি এলাকার সুমন দাসের ছেলে সুজন দাস (১৭) গুলিবিদ্ধ হয়। এছাড়াও অজ্ঞাত দুই মহিলাসহ আরো ৩ জন আহত হয়েছেন, তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।