বদরুজ্জামান সেলিমের দোকানে হামলা: বিএনপির নিন্দা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
দোকানটির মালিকপক্ষ জানান, শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কাশ্মীর গ্রুপের নেতাকর্মীরা একটি মিছিল জেল রোড থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করার সময় ঐ মিছিল থেকে দোকানে হামলা চালানো হয়। হামলায় দোকানের মালামাল ও অন্যান্য আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এই হামালার ঘটনায় কেউ আহত না হলেও প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কিন্তু শুক্রবার রাতে সরকার দলীয় কতিপয় সন্ত্রাসী তাদের আভ্যন্তরীণ সংঘর্ষের জের ধরে জিন্দাবাজারে অবস্থিত বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকার দলীয় সন্ত্রাসীরা নিজেরা মারামারি করবে আবার বিরোধী রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে তা কোনভাবে মেনে নেয়া যায়না।
সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি দাবী জানান। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।