নুসরাত হত্যাকারীর ফাঁসির দাবীতে সেভেন স্টার সোস্যাল অর্গানাইজেশনের মানববন্ধন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সেভেন স্টার সোস্যাল অর্গানাইজেশন উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বক্তারা নুসরাত হত্যাকারী সিরাজ উদদৌলাসহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন, তামিম আদনান, মো. আসিফ আরমান, রিয়াদ আহমদ, সৃজন ঘোষ, সুলতান আহমেদ, সোহান আহমদ, শাওন ইসলাম, আজহারুল কাইয়ুম, শিশির সরকার, মেহেদী হাসান রানা, মাহবুব আমান, শেখ সাদী, তানভীর হোসাইন, ছনি আহমদ, সুলেমান আহমদ, মো. ছামাদ, মাগফিরাত হোসেন, রোমন আহমদ, নাবিল আহমদ, রাতুল আহমেদ, মো. হুজাইফা, শাহরিয়ার চৌধুরী প্রমুখ।