কৃষির উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

দৈনিক সিলেট ডট কম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার।
এজন্য সরকার কৃষকদের সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে, কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
শনিবার দুপুরে বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও উপজেলার ২৩শ’ কৃষককে অত্যাধুনিক ধান কাটার মেশিন, বীজ ও সার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রীপ্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ ও ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।