সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ এর এমপি ড. এ কে আবদুল মোমেন ‘বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার এক শুভেচ্ছা বার্তায় ড. মোমেন বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির মননে মানসে ঐতিহ্যের উৎসব। এই উৎসবে আমরা আমাদের কৃষ্টি ও সংস্কৃতি র্চ্চার সুযোগ পাই। নতুন বছর আমাদের প্রাণে ছড়িয়ে দিক নতুন উদ্যম, সুন্দরভাবে বেঁচে থাকার অযুত সম্ভাবনা।
এই সম্ভাবনার পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিলেটসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন ড. মোমেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা্র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।