সিলেটে একুশে টিভির জন্মদিন পালন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেটে কেক কেটে একুশে টেলিভিশনের ২০ তম জন্মদিন পালন করা হয়েছে। পহেলা বৈশাখের দিন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অতিথিরা দেশের জনপ্রিয় এ টেলিভিশনের জন্মদিনের কেক কাটেন। এ সময় তারা একুশে টেলিভিশনের সমৃদ্ধির পাশাপাশি বাঙালী সংস্কৃতিকে আরো বেশি লালনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন উদ্দিন কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট ক্যাবল সিস্টেম নেটওয়ার্ক-এসসিএস এর সাবেক এমডি এডভোকেট জুনেল আহমদ, নারী নেত্রী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাত্তার আজাদ, সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাজ্জাক রুনু, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন ও সাধারন সম্পাদক শংকর দাশ, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাইনুল হাসান টিটু, গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ইকবাল মুন্সী, সাংবাদিক সুলতান সুমন, সাংবাদিক শাহীন আহমদ, সাংবাদিক ছয়ফুল আলম অপু, সিলেট জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সিলেট সদর দলিল লেখক সমিতির সহ-সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, এপ্রেক্সক্লাব অব শাহপরান সিটির প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম, এসিড সন্ত্রাস নিমুর্ল কমিটি- এসনিক সিলেটের সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার প্রমুখ। অনুষ্ঠানের পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুছা ফুলের তোড়া দিয়ে একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরুকে শুভেচ্ছা জানান।