সিলেটে প্রথম নারী সাব রেজিস্ট্রার হলেন পারভীন আক্তার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:সিলেটে সদরে প্রথম নারী সাব রেজিস্ট্রার হলেন কুমিল্লার পারভীন আক্তার। স্বাধীনতা পূর্ববর্তী বছর থেকে এই প্রথম নারী সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন।
গত ৭ এপ্রিল তিনি সিলেট সদর সাব রেজিষ্ট্রার যোগদান করেন। এরআগে তিনি কুমিল্লা জেলার বুড়িচংয়ে সাবরেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন। পরভীন আক্তার কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭০ সাল থেকে সিলেট সদর সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করে গেছেন ২৬ জন কর্মকর্তা। তাদের সকলেই ছিলেন পুরুষ। এছাড়া এসব সাব রেজিস্ট্রারদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জমির কাগজ জাল-জালিয়াতিসহ অনিয়মের অভিযোগ ওঠে। বালাম বইয়ে পাতা ছেঁড়ার ঘটনায়ও তোলকালাম ঘটে। এ ধরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, বলেন সাব রেজিস্ট্রার পরভীন আক্তার।
তিনি বলেন, সেবা গ্রহীতারা যাতে কোনো ধরণের ভোগান্তির শিকার না হন এবং কোনো ধরণের অনিয়ম যাতে না হয়, সেদিকে জোর দিয়ে কাজ করা হবে। প্রথম নারী সদস্য হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যেতে সকলের সযোগীতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে দলিলে লেখক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান বলেন, এবারই প্রথম নারী সাব রেজিস্ট্রার পেয়েছে সিলেট। তাঁর কর্মকাণ্ডে অফিসের কার্যক্রম আরো গতিশীল হবে আশাবাদি তিনি।