জৈন্তাপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:জৈন্তাপুরে একটি ফিসারি থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল দশটার দিকে স্থানীয় লোকজন ফিসারিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে লাশটি উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানান, শিশুটি তাদের এলাকার কারো নয়। ধারণা করা হচ্ছে কেউ শিশুটিকে হত্যা করে এখানে ফেলে যেতে পারে ।
জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে একটি শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে একজন সাব ইন্সপেক্টরকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন।