নারীদের কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আসাদ উদ্দিন আহমদ

দৈনিক সিলেট ডট কম
স্বেচ্ছাসেবী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সংগঠনের সভাপতি ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেত্রী, নারী উদ্যোক্তা, হেলেন আহমদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম শাওন।
বক্তব্য রাখেন, সোনালী স্বপ্ন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজবাহুল করিম, তারেক আহমদ, এমরান আহমদ, নাঈম আহমদ, আম্বিয়া বেগম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমদ বলেন, সুবিধা বঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশের নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিক হতে হবে। বর্তমান সরকার নারীদের কল্যাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এসব কর্মসূচীতে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে নারীরা সাবলম্বী হতে পারেন। তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশ সাধ্যমত যে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি