বালাগঞ্জে ছাত্রদল নেতা জাকারিয়াকে সংর্বধনা প্রদান

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর জাকারিয়ার সৌদিআরব গমন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় দেওয়ান বাজার ইউনিয়নের মাদরাসাবাজারস্থ মরিয়ম ও মারিয়া কমিউনিটি সেন্টারে সংবর্ধনা প্রধান করা হয়।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুর রহমান জাকিরের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি শুভ লস্করের পরিচালনায় প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবরু মিয়া, উপজেলা বিএনপি নেতা আজমল আলী মাসুক, শামীম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজু আহমদ লুলু, যুবদল নেতা সুমিম আহমদ, শাহ নেওয়াজ রাজিব, সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাবুল আহমদ, সহ-সভাপতি শাহজাহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বদরুল ইসলাম জাকির, সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাইজুল ইসলাম, আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নোমান আহমদ লস্কর, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফুজায়েল খান সাজু, বালাগঞ্জ উপজেলা তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ছাত্রদল নেতা আশরাফ আহমদ, ফখরুল ইসলাম, আলী আমজদ, আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম, বুরহান আহমদ, লালা মিয়া, লিটন আহমদ, ডালিম আহমদ, রাসেল আহমদ, শাকিল আহমদ, আব্দুল ওয়াহাব, সাদিক আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, আবু বকর জাকারিয়া ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম ও শেষে সংবর্ধিত অতিথি আবু বকর জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের মা। অবৈধ আওয়ামী ফ্যাাসিস্ট সরকার আদালতকে ব্যবহার করে গণতন্ত্রের মা’কে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার সুদুরপ্রসারী ষড়যন্ত্র শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই জাতীয়তাবাদী নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। আমাদের বালাগঞ্জ উপজেলার ১২৮ জন দিনমজুর রেহাই পায়নি তাদেরকেও জেল কাটতে হয়েছে। হামলা মামলা নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে সকল রাজবন্ধিদের মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রদল নেতা আবু বকর জাকারিয়ার সৌদি আরব গমনের সাফল্য কামনা করে বলেন, জাকারিয়া জীবন জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিচ্ছেন আমরা বিশ্বাস করি তিনি সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন।