পিয়াইন নদীতে নিখোজ শিক্ষার্থী অনিকের লাশ উদ্ধার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেটের জাফলংয়ের পিয়াইনে জিরো পয়েন্টে নিখোঁজ শিক্ষার্থী অনিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী অনিকের লাশ পাওয়া যায়। নিহত অনিক এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তার গ্রামের নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা। জানা যায়, আকিকুর রহমান অনিক শুক্রবার জুম’আর নামাজের পর জাফলং পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনিকসহ ৮ বন্ধু জাফলং বেড়াতে গিয়েছিলেন। এরমধ্যে আকিকুরসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখে দ্রুত ছুটে আসেন এবং দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আকিকুর রহমান অনিক পানিতে তলিয়ে যায়। অনিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল। তিনি জানান, জাফলংয়ের পিয়াইনের জিরো পয়েন্টে এলাকার লোকজন শনিবার সকাল সাড়ে ১১টায় নিখোঁজ শিক্ষার্থী অনিক লাশ পানিতে দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।