সিলেটে মা ও শিশু হাসপাতালকে জরিমানা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর সুবহানিঘাটের মা ও শিশু হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা সোয়া ২টার দিকে এই জরিমানা করা হয়।
র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো.মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘র্যাবের এএসপি ওবাইন এর নেতৃত্বে মা ও শিশু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুল্লাহ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রি করার অপরাধে ৫০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করার অপরাধে ১০ হাজারসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করেন । আর জরিমানাকৃত টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমাও করা হয়েছে।