‘রক্তে যাদের সাহিত্যধ্যান প্রোথিত তারাই সাহিত্যচর্চায় নিবেদিত’
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বাংলা সাহিত্যের শক্তিমান কবি মুকুল চৌধুরী বলেছেন, রক্তে যাদের সাহিত্যধ্যান প্রোথিত সাহিত্যচর্চায় তারাই নিবেদিত হয়। কবি আবুল কালাম আজাদ ছোটন তেমনই একজন সাহিত্যসেবী। নস্টালজিয়ায় আক্রান্ত ব্যক্তিজীবনের দীর্ঘশ্বাস, প্রেম-বিরহ এবং মানবিকতার উচ্চারণকে কবি আবুল কালাম আজাদ তাঁর চম্পূমঞ্জরী কাব্যে সন্নিবেশিত করেছেন। নির্যাতিত মানবতার প্রতি দায়বদ্ধতা এবং আলোড়ন তাঁর কাব্যপ্রতিভাকে আলোকজ্জোল করেছে।
বিবিয়ানা সাহিত্য পরিষদ, নবীগঞ্জ-এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বহুগ্রন্থ প্রণেতা কবি আবুল কালাম আজাদ ছোটন’র ‘চম্পূমঞ্জরী’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবিয়ানা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-গবেষক এম. শহিদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি গল্পকার সেলিম আউয়াল, বিশ্বকবি মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধর, কবি-সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব এবং মূল প্রবন্ধ পাঠ করেন কবি মামুন সুলতান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, সিলেটের সাবেক এপিপি এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, মাসিক নবীগঞ্জ দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এম. গৌছুজ্জামান চৌধুরী, রাজনীতিক সুহেল খান টুনু, কবি নিলুপা ইসলাম নীলু, সাপ্তাহিক বৈচিত্র্যময় পত্রিকার সম্পাদক ুআবুল কাশেম রুমন, লেখক আলমগীর চৌধুরী, লেখক খায়রুল ইসলাম সবুজ, গল্পকার মিনহাজ ফয়সল, সুবাস সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আসলাম হোসেন, মাসিক প্রতিভাত সম্পাদক এম. আলী হোসাইন, কবি মিজান মোহাম্মদ, আব্দুর রকীব, কাকন ফকির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ দেলোয়ার, কবি কামাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আব্দুল বাছিত এবং শেষে সংগীত পরিবেশন করেনু গীতিকার বাহা উদ্দিন বাহার, কুবাদ বখত চৌধুরী রুবেল। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি গল্পকার সেলিম আউয়াল বলেন, সাহিত্যের প্রতি যাদের গভীর ভালোবাসা, তারা হারিয়ে যান না। চরম ব্যস্ততার মাঝেও তারা সাহিত্য সাধনা করে থাকেন। প্রবাসে আবুল কালাম আজাদ ছোটন তেমনই কর্মব্যস্ততার পাশাপাশি সাহিত্য সাধনা করে এর প্রমাণ রেখেছেন।
বিশ্বকবি মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধর বলেন, কবিদের কোনো দেশ নেই, জাতি নেই, কাল নেই। তাদের পথচলা উড়ন্ত পাখির মতো। বৈশ্বায়নের এই যুগে কবিপ্রতিভা ছড়িয়ে পড়ে বিশ্বময়। কবি আবুল কালাম আজাদ ছোটন কমিটমেন্ট রেখে সাহিত্যচর্চা করে যাচ্ছেন।
কবি সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব বলেন, আবুল কালাম আজাদ ছোটনের ভেতরে সাহিত্যক্ষুধা বিদ্যমান। দেশ-মাতৃকার প্রতি গভীর মমত্ববোধ তাঁর কাব্যপ্রতিভাকে ব্যঞ্জনা দান করেছে। সাহিত্যসাধনার পাশাপাশি সামাজিক তথা দেশের কল্যাণে তাঁর অবদান তাঁকে হীরের টুকরোয় পরিণত করেছে।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন, যান্ত্রিক ব্যস্ততায় ঘেরা সময় ক্ষেপন করেও সাহিত্যসাধনায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন কবি আবুল কালাম আজাদ ছোটন। ব্যক্তিজীবনের দীর্ঘশ্বাস, প্রেম-বিরহ এবং সর্বোপরি মানবিকতার যে দায় কবি তাঁর কাব্যে উচ্চারণ করেছেন, তা সৌন্দর্যম-িত হয়েছে।