মে দিবস সফল করার লক্ষ্যে সিলেট হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: মে দিবস সফল করার লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীতে প্রচার মিছিল বের করা হয়। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ জেলা কার্যলয়ে থেতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপশহর পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইমলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায়,
এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মো: শাহ আলম, মো: ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, প্রচার সম্পাদক আকির হোসেন, অর্থ সম্পাদক জায়েদ আহমদ, দপ্তর সম্পাদক মো: ফজলু মিয়া, মহানগর কমিটির সভাপতি মো: হারুনুর রশিদ, সহ সভাপতি মোজ্জামেল আলী, নগর মহিলা কমিটির সাধারণ সম্পাদক রিনা খাতুন, হালিমা আক্তার, পরুল বেগম, রাবেয়া আক্তার, রুবি বেগম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জনি মিয়া, হোসেন মিয়া, পাবেল মিয়া, দুলাল মিয়া, আজিজ মিয়া, জাকির মিয়া, দেরোওয়ার, নবীর হোসেন আকাশ সেজুয়ান আহমেদ, জয়নাল আবেদীন, মোহামামদ আলী, আলী হোসেন, জাবেদ মিয়া, রাজু আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংগতি রেখে মাসিক ২০ হাজার টাকা ঘোষনা করতে হবে। সিলেটে একটি এস্থায়ী শ্রম আদালত প্রতিষ্টা ৮ঘন্টা কাজ অতিরিক্ত কাজের দি গুন মজুরী ও রমজান মাসে শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদের আগে পুর্নবেতন বোনাস প্রদানের জোর দাবী জানান।