ছাতক ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: ছাতক দোয়ারা ছাত্র পরিষদ, সিলেট এর উদ্যোগে ছাতকের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন সাহিত্যিক বই প্রদান করা হয়।এতে করেন সংগঠনের সভাপতি রবিউল আলম রাজ্জাকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গনি , সহকারী শিক্ষক লুৎফুর রহমান জাবেদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
অতিথির বক্তব্যে নেওয়াজ বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য ভাল বই পড়া প্রয়োজন, এতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক হৃদয় মাহমুদ,উপজেলার সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লিমন মির্জা, পৌর সভাপতি আমজাদ হোসেন পাবেল,বাংলাদেশ জাতীয় যুব সংসদ এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী নাজিম উদ্দিন পলাশ,শিপন রাজ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন রুয়েল,শাহাদ জামান সহ প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, গল্পকার সেলিম আঊয়াল, অধ্যাপক ও কাব্য সমালোচক বাছিত ইবনে হাবিব, রোটারিয়ান আব্দুল হাদি তুহিন, তরুন লেখক আসিফ আযহার কে বই প্রদান করে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।