বিমানের গাফলতিতে ঢাকায় দুর্ভোগে এক পরিবারের ১৯ যাত্রী

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: লন্ডন থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দু সপ্তাহের জন্য সিলেট আসেন একই পরিবারের ১৯জন যাত্রী। যথারীতি তারা বিয়েতে অংশগ্রহণ করে ৩০ এপ্রিল ৯টায় লন্ডনের উদ্যেশ্যে তারা সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে গিয়ে ১২টার বিমানের ফ্লাইটের জন্য অপেক্ষা করেন। কিন্তু ফ্লাইট ছাড়ে দেড় ঘন্টা বিলম্বে। এখান থেকেই তাদের দুর্ভোগের শুরু। তারা বিমানে করে ঢাকায় পৌঁছার পর ৩টায় বিজি-১৪৭ ঢাকা-দুবাই ফ্লাইটে দুবাই গিয়ে পৌঁছার কথা এবং দুবাইয়ে গিয়ে বিএ-১০৬ নম্বর ফ্লাইটে দুবাই-লন্ডন গিয়ে পৌঁছার কথা।
কিন্তু বাংলাদেশ বিমানের গাফলতির ও বিলম্বের কারনে একই পরিবারের ১৯জন যাত্রীর ৩০ এপ্রিলের বিজি-১৪৭ ঢাকা-দুবাই ফ্লাইট কেনসেল হয়ে যায়।
বর্তমানে তাদের অন্য ফ্লাইটে তুলে দেওয়ার কথা বলে ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল সিটি হোমে রাখা হয়েছে। সেখানে চরম দুর্ভোগ-অনিশ্চয়তা নিয়ে বিমানের অপক্ষায় দিন কাটাচ্ছেন।
এ নিয়ে ক্ষোভ ও অসন্তুষ জানান, বিমানের যাত্রী মাহবুবুর রহমান মঞ্জুর, মুজিবুর রহমান মুজিব ও হেলিম হক তারা বলেন, আমরা নাড়ীর টানে দেশে আসি। দেশের প্রতি ভালবাসা এই জন্য দেশে আসি কিন্তু দেশে আসলে আমাদের পদে পদে দুর্ভোগ পোহাতে হয়। গত দুদিন ধরে আমাদের বেহাল দশার মধ্যে থাকতে হচ্ছে। ছেলে-মেয়ে নিয়ে এখন বিমানের গাফলতির জন্য থাকতে হচ্ছে হোটেলে। ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে। বিমানের এই গাফলতি কোনমতেই মেনে নেওয়া যায় না। আমরা এখন মানবেতর জীবন যাপন করছি। বিমান আমাদের শুধু অপেক্ষায় রাখছে।