নিখোঁজ হওয়ার তিন দিন পর পুত্রের লাশ উদ্ধার, পিতা নিখোঁজ

দৈনিক সিলেট ডট কম
জৈন্তাপুর প্রতিনিধি: সারী নদীতে আকস্মিক পাহাড়ী ঢলে পাহাড় থেকে নেমে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘঠে।এতে পিতা-পুত্র নিখোঁজ হন। ডুবে যাওয়ার তিনদিন পর পুত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
গতকাল (৩রা মে) শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় সারী নদীর শাখা লাইম নদীর মুখে নিখোঁজ শাকিল আহমদ (১২) লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।স্থানীয় এলাকাবাসী শাকিল আহমদের স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোক জন।পরে পুলিশের সহায়তায় এলাকাবাসী নদী থেকে শাকিল আহমদের লাশ উদ্বার করে। উদ্বার হওয়া শাকিল আহমদের পিতা কালিঞ্জী বাড়ী গ্রামের আলাউদ্দিন (৩৫) এখনও নিখোঁজ রয়েছে।
জানা গেছে, গত বুধবার ভোর ৪টায় সারী নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে আকস্মিক ভাবে পাহাড়ী ঢলে নৌকা ডুবির ঘটনায় পিতা-পুত্র নিখোঁজ হন।
এদিকে প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাদ আছর কালিঞ্জি বাড়ী নিজ গ্রামে মৃতের দাফন সম্পন্ন করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ মাঈনুল জাকির বলেন, এলাকার স্থানিয় ও পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ হওয়া পিতার সন্ধানে আমাদের লোক নিয়োজিত রয়েছে।