চিরনিদ্রায় শায়িত সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:প্রবীন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক, খেলাঘর এর সাবেক বিভাগীয় সম্পাদক, ছড়াকার তাজুল ইসলাম বাঙালীর লাশ শুক্রবার দুপুর ১২টায় তার লাশ সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্থরের মানুষ।
এর পর বাদ জুম্মা বরইকান্দি শাহী ঈদগাহে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাজুল ইসলাম বাঙ্গালি দীর্ঘ দিন থেকে শিশুদের নিয়ে কাজ করছিলেন। খেলাঘরের মাধ্যমে নিয়ে শিশুদের একতাবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত করতেন।
তাজুল ইসলাম বাঙালী কর্শজীবনে দৈনিক সিলেটের ডাক, বার্তা সংস্থা- বিএনএস, সিআইপি, মিডিয়া গাইড সহ বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে অসুস্থ অবস্থায়ও কাজ করতেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থা, দক্ষিণ সুরমা প্রেসক্লাব, ছড়া মঞ্চ, বাংলাদেশ পয়েটস ক্লাব এর বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।