সিলেটে বন্যার পদধ্বনি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেটে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হবার খবর পাওয়া গেছে। সুরমার ও কুশিয়ারার নদীর পানি বাড়ছে।
একুওয়েদার-এর রির্পোটে বলা হয়েছে ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সিলেটে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টির ফলে সিলেট বন্যা দেখা দিতে পারে।
অন্যদিকে সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলেই দীর্ঘ বন্যার কবলে পড়তে পারে বৃহত্তর সিলেট অঞ্চল।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:শহিদুজ্জামান সরকার দৈনিকসিলেটকেডটকমকে জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা নদীতে পানি বাড়ার কোন খবর তাদের কাছে নেই।
এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিচু এলাকাগুলো ইতিমধ্যে পানিতে উঠতে শুরু করেছে।
এ ব্যপারে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম দৈনিকসিলেটকেডটকমকে জানান, যে কোনো জরুরী প্রয়োজনে আমরা প্রস্তুত রয়েছি। জেলার আশ্রয় কেন্দ্র গুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ত্রান সামগ্রী ও ঢেউটিন মজুদ রাখা হয়েছে।
আমরা ‘ফনি’ এবং সিলেটের বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।