সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শান্ত, সম্পাদক বাবলু

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের (সি.জি.এস) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইয়ামি হাট রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সি.জি.এস-এর আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কর্মাসের সভাপতি খন্দকার সিপার আহমদ। তিনি বলেন- নতুন কমিটি সি.জি.এস- এর কার্যক্রম তরান্বিত করবেন এবং সিলেটে সকল রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে মানসম্পন্ন খাবার পরিবেশনে ব্যবস্থা নিবে।
সভায় স্পাইসি রেষ্টুরেন্টের এন্ড পার্টি সেন্টার এবং সুরমা রিভার ক্রুজ রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শান্ত দেবকে সভাপতি ও উন্দাল রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন বাবলুকে সাধারণ সম্পাদক করে ২০১৯- ২০২১ সালের জন্য সি.জি.এস এর নতুন কমিটি গঠন করা হয়।
এতে উপদেষ্টা পদে রয়েছেন খন্দকার সিপার আহমেদ ও নুরুজ্জামান টিপু।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, খালিলুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক হুমায়ুন কবির সুহিন, সাংগঠনিক সম্পাদক: শাহ শামসুজ্জামান জুবের, কোষাধ্যক্ষ সন্দিপন নন্দী এবং সদস্য এ.টি.এম ইকরাম, কাজী মামুর, আবু সুদিয়ান হীরা, ফয়সল আহমদ।