ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: ওসমানীনগরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় চমক আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার রাঙ্গাপুর গ্রামর মৃত গোলাম আলীর ছেলে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উছমানপুর ইউপির রাঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন প্রতিপক্ষের হামলায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে রাঙ্গাপুর গ্রামের চমক আলীর হাঁস একই বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে আলাল মিয়া গংদের মুরগীর সাথে মারামারিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়ার ভাই সহ বেশ ক’জন মিলে অতর্কিত ভাবে চমক আলীর উপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থা চমক আলীকে তাজপুর প্যারাডাইজ ক্লিনিকে নিয়ে যাবার পথে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।