ডা. আব্দুল হাই মুকুল এর ছোট ভাই জাবেদের ইন্তেকাল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:নগরীর হাউজিং এস্টেট নিবাসী মৃত মো. জমসেদ আলী কনিষ্ঠ পুত্র রাগিব রাবিয়া মেডিকেল কলেজের (চর্ম ও যৌন বিভাগ) অধ্যাপক ডা.আব্দুল হাই মুকুল এর ছোট ভাই আব্দুল মোয়ীন জাবেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিরাজিউন)। বুধবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ।
মরহুমের জানাযা বাদ আসর দরগাহ্ হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।