সিলেট চলছে ভেজাল বিরোধী অভিযান

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সিলেটে চলছে ভেজাল বিরোধী অভিযান। আর এই অভিযানকে সফল করতে সিলেট জেলা প্রশাসনের ৫ টিম, সিটি করপোরেশনের মনিটরিং টিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম, র্যাবের টিম ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
এসব অভিযানে ধরা পড়ছে- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ খেজুর, দই, মিষ্টি ও কোমলপানীয়, সহ নানা অনিয়ম।
নগরীর সুপারশপেও একই অবস্থা । নানা অনিয়মের কারনে আগোরা, স্বাদ, বনফুল,ফিজা, রাজমহলসহ এধরনের প্রতিষ্ঠান থেকে হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাধারণ মানুষ এই সব অভিযানকে স্বাগত জানালেও তারা সারা বছর অভিযান চালাবার দাবী করছেন। তারা বলছেন শুধু রমজান ক্ন্দ্রেীক নয় সারা বছর এভাবে অভিযান অব্যাহত রাখলে এক সময় এই সব অনিয়ম দূর হয়ে যাবে।