বৃটেনে আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের নূরুল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সদ্য সমাপ্ত বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের নূরুল ইসলাম নাজ ।
তিনি বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের আগনপাড়া গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে ।
কনজারভেটিভ পার্টির হয়ে স্পেলটর্ন বরাহ কাউন্সিলের এসফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। আগেরবারও তিনি একই ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন । পরবর্তীতে ২০১৭ সালে অনুষ্ঠিত সারে কান্ট্রি কাউন্সিলর নির্বাচনে এসফোর্ড ডিভিশনের কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখান নূরুল ।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিপর্যয়ে পড়ে কনজারভেটিভ পার্টি । সমগ্র ইউকেতে তাদের ১৩০০ জন কাউন্সিলর পরাজিত হন । নির্বাচনী ফলাফলের এই দুর্যোগেও বিজয়ী হন তিনি ।
নূরুল আশা প্রকাশ করেন ২০২১ সালে অনুষ্ঠেয় পরবর্তী কান্ট্রি কাউন্সিল নির্বাচনেও স্থানীয় ভোটাররা তার পক্ষে ভোট দেবেন এবং তিনি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন ।