দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার রাস্তায় নেমেছেন সিলেটের ডিসি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবার সরাসরি রাস্তায় নেমেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
শনিবার বেলা আড়াইটায় শহরতলীর টুকের বাজার এলাকায় মনিটরিং টিম-১ কে সাথে নিয়ে বাজার মনিটরিং করেন তিনি। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নানা অনিয়ম লক্ষ করে জেলা প্রশাসক পণ্যের সঠিক মূল্য রাখার জন্য এবং মূল্য তালিকা টানানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এই টিমে আরো ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জালালাবাদ থানার ওসি শাহ হারুন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক জিয়া,সাংবাদিক মিঠু দাস জয়,স্যানিটারি ইন্সপেক্টর (সদর সিলেট) বেনুভূষন দাস, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের।