কানাইঘাটে চেয়ারম্যান মুমিন চৌধুরী আয়োজিত ইফতার মাহফিল

দৈনিক সিলেট ডট কম
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটের উন্নয়নের জন্য সরকার অত্যন্ত আন্তঃরিক, এ জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নিতে চেয়ারম্যান মুমিন চৌধুরীকে আওয়ামীলীগ সব ধরনের সহযোগিতা করে যাবে। কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন। রবিবার নব-নির্বাচিত চেয়ারম্যান মুমিন চৌধুরীর উদ্যোগে বিকেল ৫টায় কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে বিশাল পরিষরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চেয়ারম্যান মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ব্যাংকার জাকারিয়া আহমদ জামিলের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বারের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, আওয়ামীলীগ নেতা বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মফুর আলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ফে ুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম জাহাঙ্গীর, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে উপাধ্যক্ষ লোকমান হোসেন, রফিক আহমদ, জালাল আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মামুন রশিদ, ফখর উদ্দিন শামীম, প্রবাসী আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ হান্নান, সাবেক ছাত্রনেতা সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার এ.কে ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা, ইমাম উদ্দিন চৌধুরী। ইউপি চেয়ারম্যানদের মধ্যে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সামজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারী, সূধীবৃন্দ ইফতার মাহফিলে যোগদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে সাংসদ হাফিজ আহমদ মজুমদার মুমিন চৌধুরীকে সাদা মনের মানুষ উল্লেখ করে বলেন, আমার নির্বাচনী এলাকা কানাইঘাটের সর্বস্তরের মানুষ তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি উন্নয়নের দায়িত্ব নিলাম এবং মুমিন চৌধুরীর মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ড সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। চেয়ারম্যান মুমিন চৌধুরী তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এ ইফতার মাহফিলে মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংসদ মজুমদার ও সিলেটের সকল জনপ্রতিনিধি অংশগ্রহণ করায় কৃতজ্ঞ এবং কানাইঘাট বাসীর কল্যাণে তিনি সব-সময় কাজ করে যাবেন বলে ঘোষণা দেন।