জিন্দাবাজারে তিন মানব পাচারকারীর কারাদণ্ড

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম : মানবাপাচার রোধে এবার সিলেট নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে গড়ে উঠার অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩ জন মানব পাচারকারী আটক করা হয় এবং তাদেরকে একমাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ইউসিএস এ্যাডুকেশনের হীরা, রিচ রিল্যাশন গ্রুপের মাহবুব এবং জাকির এডুক্যাশনের কর্মচারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল খান বলেন, মানবপাচার বন্ধে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে লাইন্সেস-নিবন্ধন বিহীন ট্রাভেলস গুলোতে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।