দেড়ঘণ্টা পর জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা সারোয়ার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন গ্রেপ্তার হওয়ার দেড়ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছে।
এর আগে, দুপুরে নগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আগাম জামিন থাকায় থানায় নেয়ার দেড়ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন- সিলেট উইমেন্স মেডিকেলের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ারকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে কোর্ট থেকে এ মামলায় জামিন নেয়ার কাগজ দেখালে আমরা তাকে ছেড়ে দেই।
এরপর গত শনিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে কলেজ কর্তৃপক্ষ। পরে গত রাতে ছাত্রলীগ নেতা সারোয়ারসহ আরো ৮-১০ জনকে আসামি করে পুলিশ সেটিকে মামলা হিসেবে নথিবদ্ধ করে।