নগরীর কুয়ারপারে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকান ভাংচুর

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট নগরীর কুয়ারপারে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসময় কুয়ারপার এলাকার কয়েকটি দোকান ভাংচুর করা হয়।
স্থানীয়রা আরো জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞ্রা বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।