সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপক বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের ৫৬ জন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ।
কোন জায়গায় আগুন লাগলে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায় , অগ্নিনির্বাপন যন্ত্র বা স্প্রে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন কাজের মাধ্যমে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় সেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনকারী পুলিশ সদস্যবৃন্দ কোথাও দায়িত্বরত থাকলে সেখানেও তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপনের সময় সার্বিক সহযোগিতা করতে পারবে।