রিকাবীবাজারে ছাত্রলীগ কর্মী রিফাত ছুরিকাঘাতে আহত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: নগরীর রিকাবীবাজারে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিপার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীর নাম রিফাত আহমদ (১৯), তিনি হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ও সিলেট কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত আহমদ রিকশাযোগে বাসায় ফিরছিলেন। রিকাবীবাজারে স্টেডিয়ামের গেইটে পৌঁছামাত্র তাকে রিকশা থেকে নামিয়ে একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে। এসময় তার রিফাতের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রিফাতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।