তপোবন যুব সমাজের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: নগরীর তপোবন আবাসিক এলাকার মুরব্বীদের সম্মানে তপোবন যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তপোবন জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট মুরব্বি আ.ন.ম.ওহিদ কনা মিয়া। মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন,ড. শাহ আলম, সমছুল হক, সেজু মিয়া, মকবুল হোসেন, হেলাল মিয়া, সবুজ মিয়া, মোহাম্মদ রাসেল প্রমূখ।
ইফতাররে পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুফতী নুমান সা’দী।