‘খাদ্যদ্রব্যে ভেজাল মেশালে কাউকেই ছাড় দেয়া হবেনা’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:জেলা প্রশাসনের ৫টি পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং অব্যাহত রেখেছে।
শনিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় বাজার মনিটরিং করেছেন সিলেটের এডিএম নাসির উল্লাহ খানের নেতৃত্বাধীন বাজার মনিটরিং টিম।
এসময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে খাদ্যে ভেজাল না দেয়া, এবং ইচ্ছাকৃত মূল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করেন। এডিএম প্রত্যেকটি দোকানেই নিত্যপণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি একটি দোকানের মেয়াদ উত্তীর্ণ ডিটারজেন্ট জব্দ করে ধ্বংস করেন। টমেটোতে গ্লিসারিন মেশানোর দায়ে এক ঝুড়ি টমেটো উক্ত বাজারের সভাপতির মাধ্যমে ধ্বংস করে দেন।
এসময় তিনি সবাইকে হুশিয়ার করে বলেন, খাদ্যদ্রব্যে মেশালে কাউকেই ছাড় দেয়া হবেনা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, এসএমপির পুলিশ ইন্সপেক্টর খন্দকার মফিদুল ইসলাম, সিসিকের স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক,জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. ইয়াসির আরাফাত,খাদ্য পরিদর্শক বিধান কান্তি রায়, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য মাসুদ আহদ রনি।