বিয়ানীবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ বিয়ানীবাজারস্থ আজির মার্কেটের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আগফৌর গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. আব্দুল করিম (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুফিয়ান আহমদ (২০)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এএসপি ওবাইনসহ এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আলামত এবং আসামীদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।