কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাহেল সিরাজকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাহেল সিরাজকে সিলেট ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা জানান যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে সহ¯্রাধিক নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানান। সংবর্ধনা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাহেল সিরাজ সহ নেতৃবৃন্দ।
ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা কালে কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন এর সভাপতিত্বে ও মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, জেলা যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন, এনাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ আহমদ তালুকদার, দুলাল আহমদ, তানভীর আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক ইলিয়াসী দিনার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, সাবেক ছাত্রনেতা আমান উদ্দিন, গোলাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা রুমেল সিরাজ, মহানগর আওয়ামীলীগ নেতা জুয়েল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন পারভেজ, সাইফুর রহমান, শাহেদ আহমদ, কামরান হোসেন খান, তোফায়েল আহমদ সানি, নয়ন চৌধুরী, সাদেক আহমদ খান খোকন, আলা উদ্দিন তালুকদার, এবাদ খান দিনার, জেলা তাতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, যুগ্ম আহবায়ক মাছুম আহমদ, হাকিম রাজা, শেখ জিলল্লু হক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান, শাক্কুর আহমদ জনি, সাহিত্য সম্পাদক জাবেদ চৌধুরী, তোফায়েল আহমদ ইমন সহ জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন গোলাপগঞ্জের রাহেল সিরাজ। তার বাড়ি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে।
গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো: রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্যাডে উক্ত বর্ধিত কমিটি অনুমোদন করা হয়।
রাহেল সিরাজ স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হোন। এর পর থেকেই গোলাপগঞ্জের তৃনমূল পর্যায় থেকে শুরু করে সিলেট জেলা পর্যায়ে রাজনীতির সাথে জড়িত থেকে এখন সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। সে দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের গ্রুপের সাথে জড়িত ছিলেন।