প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন

দৈনিক সিলেট ডট কম
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ২৪ মে বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ক্লাব সভাপতি এবং দৈনিক সিলেটের দিনকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদক মো. আসাদুল হক আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জেলা সভাপতি মো. ফারুক আহমেদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের পরিচালক ড. মীর শাহ আলম বলেন, মুসলমানদের গৌরবোজ্বল বিজয়গাতা ইতিহাস রয়েছে। সাম্রাজ্যের বিস্তৃতি ও আধিপত্য ছিল পৃথিবীজুড়ে। সময়ের পরিক্রমায় মুসলমানরা ভোগ বিলাসে লিপ্ত হওয়ায় মুসলমানরা হারিয়েছে স্বর্ণালী সময়। অন্ধকারে নিমজ্জিত আজ মুসলিম জাতি। এর একমাত্র কারণই হচ্ছে মুসলমানদের ইসলামী অনুশাসন মেনে চলা থেকে বিচ্যুতি। তাই প্রত্যেক মুসলমানকে পবিত্র এই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তবেই ফিরে পেতে পারি সোনালী অতীত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট রফিকুল হক।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, বয়স্ক কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সিলেট বেতারের সহকারি পরিচালক প্রদীপ চন্দ্র দাস, নূপুর বেতার শ্রোতা ক্লাবের সভাপতি তুহিন আহমেদ, দৈনিক সিলেটের দিনকাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ খান।
আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মানব চাহিদা পত্রিকার সম্পাদক ফজলুল হক নোমান, জেলা সাধারণ সম্পাদক বশির আহমদ রায়হান, মহানগর সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, দৈনিক সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার নাঈমুল ইসলাম, দৈনিকসিলেডৈটকম এর তানভীর তালুকদার, মতিউর রহমান, হাজী আলমগীর হোসেন, হারুনুর রশীদ, ইয়াসিন আলী, উজ্জ্বল হোসেন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, সোলেমান আহমদ সিদ্দিকী, কবির আহমদ, ডা. আউয়াল, আপন তাহসান, সামসুজ্জামান, জামাল উদ্দিন, সালেহ আহমদ, সৈয়দ আহমদ সাজু, আখলাকুল আম্বিয়া তুহিন, মো. ওয়াহিদ মিয়া, সিদ্দিকুর রহমান, সুজন খান, আব্দুল বাছিত, রিয়াজ উদ্দিন, আজির উদ্দিন, শামীম আহমদ, সিরাজুল ইসলাম বাপ্পী, মামুনুর রশীদ, ইকবাল হোসেন, জাহাঙ্গীর খান রাজ, জিসান আহমদ, সাদিকুল ইসলাম, ফজলে রাব্বী, সৈয়দ মোস্তাফিজ, রেদওয়ান, তরিকুল ইসলাম, আব্দুল হামিদ, নুরুল করিম প্রমুখ। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদ আহমদ।